১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে চলছে “অপারেশন ডেভিল হান্ট”, গ্রেফতার-৫

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে চলছে “অপারেশন ডেভিল হান্ট”, গ্রেফতার-৫

Manual3 Ad Code

ফকির হাসান :: দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে সুনামগঞ্জে চলছে “অপারেশন ডেভিল হান্ট”। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, ১. আবিদ হাসান রনি (২০) – তাহিরপুর থানাধীন দক্ষিণকুল গ্রামের বাসিন্দা, নিষিদ্ধ সংগঠন বালিজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ২. আক্কল চন্দ্র সরকার (৩৮) – মধ্যনগর থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। ৩. আব্দুল আলিম (২৩) – বিশ্বম্ভরপুর থানাধীন আক্তারপাড়া গ্রামের বাসিন্দা। ৪. রতিন্দ্র কুমার রায় (৬০) – সুনামগঞ্জ সদর থানাধীন নিয়ামতপুর গ্রামের বাসিন্দা, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ৫. মো: ইয়াহিয়া (৩৭) – ছাতক থানাধীন বেরাজপুর গ্রামের বাসিন্দা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code