২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ ১৬ জন আটক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
বগুড়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ ১৬ জন আটক

বগুড়া প্রতিনিধি,

বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেস থেকে তাঁদের আটক করে ডিবি পুলিশ।

আজ সোমবার বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক রাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে নয়জন নারী রয়েছেন। এদের বাড়ি বগুড়া, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায়।

রাকিব হোসেন আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মামলা করা হয়েছে।

Sharing is caring!