১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রকাশ্যেই ঘুস নিচ্ছেন ভূমি সহকারী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:২৭ অপরাহ্ণ
প্রকাশ্যেই ঘুস নিচ্ছেন ভূমি সহকারী

Manual8 Ad Code

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের শিবপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহাদাৎ হোসেন প্রকাশ্যে ঘুস নিচ্ছেন। তার ঘুস নেওয়ার বেশ কয়েকটি ভিডিও রয়েছে এই প্রতিবেদকের কাছে।

Manual6 Ad Code

রোববার রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেল অফিসে এ ঘটনা ঘটে।

 

সেবা নিতে আসা গ্রাহকের কাছ থেকে খামে করে ঘুস নেওয়ার ভিডিও মিডিয়ার হাতে এসেছে। যেখানে তাকে টেবিলে খাকি রঙের খামে টাকা নিতে দেখা যায়। মেরুন কালারের শার্ট পরা এক ব্যক্তি খামে করে সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেনকে ঘুস দেন। মেরুন কালারের শার্ট পরা ওই ব্যক্তি খামে করে টাকা দিলে ভূমি সহকারী মো. শাহাদাৎ হোসেন তার টেবিলেই রাখেন।

 

ভিডিওতে দেখা যায়, পাঁচজন গ্রাহক তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের একজন খামের ভেতরে টাকা ভরে তার টেবিলে রাখেন। সাংবাদিক বিষয়টি জানতে চাইলে ওই ব্যক্তি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং সাংবাদিকের ওপর চড়াও হন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি অফিসের কয়েকজন কর্মচারী জানান, শাহাদাত হোসেন দীর্ঘদিন বিভিন্ন মানুষের কাজ দ্রুত, খাজনা খারিজ নামজারি, ভূমি সংক্রান্ত কাগজপত্র দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে এবং অনিয়মকে নিয়মে পরিণত করতেই নিয়মিত ঘুস বাণিজ্য পরিচালনা করেন নিজ অফিসে বসেই। তার হাত অনেক লম্বা। তার ভয়ে কেউ মুখ খুলতে চায় না।

 

Manual4 Ad Code

শাহাদাত হোসেন বলেন, আমার টেবিলে একজন একটি খাম রেখেছেন- তবে খামের ভেতরে টাকা ছিল না অন্য কিছু ছিল সেই বিষয়ে আমি কিছুই জানি না। সাংবাদিক এসে বললেন- পরে খামের ভেতরে টাকা দেখতে পাই। এ খামের ভেতরে কত টাকা ছিল সেই বিষয়টিও জানি না।

 

আপনার টেবিলে একজন ব্যক্তি খাম রেখে যাবে আপনি বিষয়টা জানেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খাম আমি দেখেছি তবে খামের ভেতরে কী আছে সে বিষয়টি আমি জানি না বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

 

এ বিষয়ে জানতে বক্তব্য নিতে চাইলে লালবাগ সার্কেলের সহকারী ভূমি কমিশনারকে বেশ কয়েকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code