১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে এনআইডি কার্ড জালিয়াতির কারিগর জাল মুজিব সহযোগি সহকারাগারে

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ০৯:৪২ অপরাহ্ণ
সুনামগঞ্জে এনআইডি কার্ড   জালিয়াতির কারিগর জাল মুজিব সহযোগি সহকারাগারে

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
প্রবাসীদের নামে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরীতে জালিয়াতি করায় সুনামগঞ্জে উপজেলা নির্বাচন অফিসার সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল, জেলার লন্ডন প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান ও একই অফিসে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম।

Manual6 Ad Code

মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

Manual3 Ad Code

নির্বাচন কমিশন জানায়, জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা প্রবাসে থাকা সাদিকুর রহমান, তানভীর হাসান মোহাম্মদ লিটন আহমেদের নামে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরীর জন্য জালিয়াতি করেন ওই উপজেলার নির্বাচন অফিসার ও ডাটা এন্ট্রি অপারেটর। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে অবৈধভাবে নিবন্ধন করা হয়েছে।

Manual6 Ad Code

 

 

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনায় সোমবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোঃ তকদির আহমেদ, সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শনকালে সার্ভারের ডাটাবেজ পরীক্ষা করে নিশ্চিত হন, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদের নামে একাধিক এনআইডি তৈরীর জন্য জালিয়াতি করা হয়েছে। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে অবৈধভাবে নিবন্ধন করা হয়েছে।

 

 

ওই জালিয়াতিতে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনায় জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান ,ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে সোমবার রাতে গ্রেফতার করে।

Manual3 Ad Code

 

গ্রেফতারকৃতদের সহ প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান,তানভীর হাসান, মোহাম্মদ লিটন আহমেদের বিরুদ্ধেও সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার বাদী হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ভোটার তালিকা আইনের সংশ্ষ্টি ধারায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানার ওসি রুহুল আমিন মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিজ্ঞ আদঅরতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code