১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে পূর্ব শত্রুতার জের ধরে খুন করে নদীতে লাশ ফেলে দিলো দুর্বৃত্তরা

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ণ
সিলেটে পূর্ব শত্রুতার জের ধরে খুন করে  নদীতে লাশ ফেলে দিলো দুর্বৃত্তরা

Manual4 Ad Code

কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা: কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুন করে লাশ সুরমা নদীর বালুচরে ফেলে পালিয়ে যায়। গত সোমবার রাত ১১টার দিকে স্থানীয় সাতবাঁক ইউনিয়নের লোভারমুখ বাজার থেকে নদী পার হয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল সালিক (৪৮) উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর (মণিপুর) গ্রামের মৃত আজিজুর রহমান ছেলে।

 

Manual5 Ad Code

নিহতের ছেলে জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, গত সোমবার রাতে লোভারমুখ বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন আব্দুল সালিক। চরিপাড়া গ্রামের ফয়জুর রহমানের নৌকা দিয়ে সুরমা নদী পার হওয়া মাত্র আগে থেকে ওঁৎপেতে থাকা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুস সালিককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে লাশ নদীরপাড়ে ফেলে পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় নৌকার মালিক ফয়জুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত ফয়জুর রহমানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

 

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সালিক আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code