১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে তিন গ্রামের সংঘর্ষে সিলেট-ভোলাগঞ্জ সড়ক রণক্ষেত্র

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ
সিলেটে তিন গ্রামের সংঘর্ষে সিলেট-ভোলাগঞ্জ সড়ক রণক্ষেত্র

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে আবারও তুচ্ছ ঘটনা নিয়ে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে সিলেট-ভোলাগঞ্জ সড়কের টুকেরগাঁও বৌবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

 

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বউবাজার এলাকায় প্রায় ২ ঘন্টা ব্যাপি এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

 

 

Manual8 Ad Code

 

জানা যায়, গত ১৯ জানুয়ারি টুকেরগাঁও বৌবাজারে মাছ কিনতে যান উপজেলার নয়াগাঙ্গেরপার গ্রামের সম্রাট নামের এক ব্যক্তি। এ সময় মাছের দাম নিয়ে ইসলামপুর গ্রামের শাহ আলমের সাথে তার বাকবিতন্ডা হয়। এ নিয়ে নয়াগাঙ্গেরপার ও ইসলামপুরের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুইপক্ষের ৪ জন আহত হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সালিশে মীমাংসার উদ্যোগ নেন। মঙ্গলবার সকালে নয়াগাঙ্গেরপার গ্রামের লোকজন বৌবাজারে আসলে তাদের বাঁধা দেন ইসলামপুর ও বৌবাজারের লোকজন। এক পর্যায়ে তিন গ্রামের মধ্যে শুরু হয় সংঘর্ষ।

Manual6 Ad Code

 

 

দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।

 

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় জানান, হাসপাতালে আহত ১২ জন চিকিৎসা নিয়েছেন।

 

 

Manual2 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code