২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতক্ষীরায় গ্রেপ্তার-২

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ণ
২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতক্ষীরায় গ্রেপ্তার-২

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

 

এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

রোববার(১৯ জানুয়ারি) সদর উপজেলার কাশেমপুর ও লক্ষীদাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো: রফিকুল ইসলাম রফিক (২৭) ও মো: আলিমুদ্দিন গাজী (৪২)।

 

সাতক্ষীরার পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামী আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে।

 

উল্লেখ্য, গতবছরের ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর ভোমরায় যাবার পথে ঢালীপাড়া এলাকায় ব্যবসায়ী আমির হামজার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা।

 

এসময় তারা আমির হামজাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয় জনগন।

 

  1. তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল মাস্টারমাইন্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Sharing is caring!