১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতক থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:২০ অপরাহ্ণ
ছাতক থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

ফকির হাসান :: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর পশ্চিমপাড়ার শাকিল আহমেদ (২০) এবং একই থানার দুর্জাকাপন (আব্রাবাজার) এলাকার কাউসার আহমদ (২৭)।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ছাতক থানাধীন রামপুর গ্রামস্থ সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন ছাতক থানার এসআই মো. আখতারুজ্জামান এবং তার সঙ্গে ছিলেন এসআই বিন আমিন ও অন্যান্য পুলিশ সদস্যরা।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে Ice Vodka ব্র্যান্ডের ২০ বোতল এবং Officer’s Choice ব্র্যান্ডের ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!