১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে ইউডিপি,ব্র্যাক কতৃক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ০১:৩৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে ইউডিপি,ব্র্যাক কতৃক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Manual8 Ad Code

টি আই অশ্রু, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি টাউনস্ থ্রু লোকালি লিড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ (LLA) প্রকল্পের আয়োজনে পটুয়াখালী পৌরসভার লোকাল এডাপটেশন সেন্টার (LAC) অফিসে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালন উপলক্ষ্যে পৌরসভার বিভিন্ন কমিউনিটির লিডার, নারী-পুরুষ সদস্য, কমিউনিটি ভলান্টিয়ার ও ব্র্যাক ইউডিপির স্টাফদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য “নারী-কণ্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার শেখ মহিবুল্লাহ।

তিনি এবছরের প্রতিপাদ্য এবং দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করে বলেন বিশ্বে প্রতি ১০ মিনিটে ১ জন নারী নির্যাতনের মাধ্যমে হত্যার শিকার হচ্ছেন। তিনি নারী নির্যাতন বন্ধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

নারীর উপর সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকার নারীদের সম্মেলনে ২৫ নভেম্বর ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস’ ঘোষণা করা হয়। ১৯৯৩ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে এ দিবসটি স্বীকৃতি পায়। তখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে।১৯৯৩ সালে জাতিসংঘে নারীর প্রতি সহিংসতা বিলোপ-সংক্রান্ত ঘোষণায় বলা হয়েছে, এমন কোনও কাজ যা নারীর দৈহিক, যৌন কিংবা মানসিক ক্ষতির কারণ হয় কিংবা সামাজিক ও ব্যক্তিজীবনে নারীর স্বাধীনতাকে জোরপূর্বক হরণ করে, তাকেই নারীর প্রতি সহিংসতা বলা যায়।

এর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সারা বিশ্বে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস থেকে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত পালিত হবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।

Manual5 Ad Code

ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহজাহান মিয়া ব্র্যাকের সেইফগার্ডিং এবং নারী সুরক্ষার বিষয়ে বিস্তর আলোচনা করেন। তিনি নারীদের স্বাবলম্বী এবং অধিকার সচেতন হতে বলেন একই সাথে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং আইনী সহায়তা পেতে জাতীয় হেল্পলাইন ১০৯ নম্বর কল দেওয়ার আহবান জানান।

Manual1 Ad Code

চকবাজার কমিউনিটির স্থানীয় অভিযোজন কমিটি (CAC) এর যুগ্ম আহবায়ক ময়না তার বক্তব্যে জানান তিনি সব সময় এলাকার নির্যাতিত নারীদের পাশে থাকেন। প্রজেক্ট ম্যানেজার শেখ মহিবুল্লাহ উক্ত দিবস উপলক্ষ্যে উপস্থিত সবাইকে পরিবার এবং সমাজের প্রতি একটি করে কমিটমেন্ট করার আহবান জানান।

কলের পুকুর পাড় আবাসন কমিউনিটির আনোয়ার বলেন “আমি আজ থেকে আমার স্ত্রীর দৈনন্দিন কাজে সহযোগীতা করবো” এছাড়া কমিনিটির নির্যাতিত নারীদের পাশে দাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মনিটরিং অফিসার (MEAL) অর্ণব ভট্টাচার্য্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পঙক্তি উল্লেখ করে বলেন “এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”। তিনি নারীদের অধিকার আদায়ে নিজের অবস্থান থেকে সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন একই সাথে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন কমিউনিটির নারীদের নিয়ে সচেতনতা মূলক প্রোগ্রাম আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেন। ব্র্যাকের কমিউনিটি ভলান্টিয়ার (CV) টি আই অশ্রূ তার বক্তব্যে জানান তিনি চাকরির পাশাপাশি সাংবাদিকতার সাথেও যুক্ত আছেন।তিনি অত্যাচারিত নারীদের কথা তার লিখনিতে তুলে ধরবেন।

Manual5 Ad Code

সবার বক্তব্য শেষে প্রজেক্ট ম্যানেজার শেখ মহিবুল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code