১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রঘোনায় দোয়া মাহফিল

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রঘোনায় দোয়া মাহফিল

Manual6 Ad Code
রাংগুনীয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ২নং ও ৩নং ওয়ার্ড শাখার আয়োজনে জীয়া মার্কেট চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতমের পর দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে চন্দ্রঘোনা বিএনপির নেতাকর্মী, বিভিন্ন স্তরের সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক বাবুল মাস্টার।
উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন  ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মুন্সির। এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা গোলাম ফারুক।ম, ২নংওযার্ড বিএনপি সভাপতি, সাবেক ইউপি সদস্য ফজল করিম মেম্বার, রাংগুনিয়া কলেজ ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, ডাক্তার নুরুল, মোঃ ইব্রাহিম, উপজেলা জিসাস সাধারণ সম্পাদক জসিম সিকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী নাজিম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শওকত, রাংগুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি সদস্য মোজাম্মেল হক মানিক, ৩নং ওযার্ড বিএনপি সংগঠনিক সম্পাদক রুবেল সিকদার, ইউনিয়ন ছাএদলের সহ সাধারণ সম্পাদক ইমন সিকদার, উপজেলা জিসাসর আরাফাত সিকদার, জুবাইদ, নয়ন, সাজ্জাদ, ইমু, বাবু প্রমুখ।
আলোচনা সভায় বাবুল মাস্টার বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ অসুস্থ, কিন্তু তার জন্য দেশের কোটি কোটি মানুষ দোয়া করছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের জনগণের পাশে দাঁড়াবেন। আজকের এই দোয়া মাহফিল সেই ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি।”
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন । মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।
দোয়া ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জীয়া মার্কেট চত্বর জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code