২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টাইটেল-প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় গ্রুপ চিত্র প্রদর্শনী থাকছেন রূপম

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ণ
টাইটেল-প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় গ্রুপ চিত্র প্রদর্শনী থাকছেন রূপম

*”Let’s save our planet* “ এই প্রতিপাদকে মাথায় রেখে ব্রাহ্মণবাড়িয়াতে প্রথমবারের মতো হতে যাচ্ছে চিত্র প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনীতে থাকছেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের চিত্রশিল্পীরা।

আগামী ১৮ এবং ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চিত্র প্রদর্শনী, সকাল ১০:৩০ হতে বিকাল ৫.০০ পর্যন্ত এবং সকলের জন্য উন্মুক্ত।

এই চিত্র প্রদর্শনীতে থাকছেন রূপম ধর, তিনি বলেন,”প্রথমবারের মতো কোনো চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করতে যাচ্ছি তাই এই প্রদর্শনী নিয়ে অনেক আগ্রহ কাজ করছে আশা করছি ভালো করব ।

সকলের ভালোবাসা দোয়া এবং আশীর্বাদ আমার সাথেই আছে তাই আগ্রহ আরো দ্বিগুণ হয়ে গেছে, মূলত বৈশ্বিক উষ্ণায়নকে থিম হিসেবে এক্সিবিশনে উপস্থাপন করবো, কারণ বর্তমান বিশ্বে এই সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে এজন্য এই থিমটা নির্ধারণ করা।

আশা করছি সকলে দেখতে আসবে আমাদের এই প্রদর্শনী। আমার সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে , সব মিলিয়ে বলা যেতে পারে ভিন্ন রকমের স্বাদ পেতে যাচ্ছি আমরা।”

সম্প্রতি তিনি নানা ধরনের বইয়ের কাজে যুক্ত ছিলেন, বিভিন্ন লেখকের লিখাতে তিনি প্রাণ দিয়েছেন তার ছবি আঁকার মাধ্যমে। সকলে ভিন্ন রকমের উপস্থাপনায় দেখতে চায় রূপমকে।

Sharing is caring!