১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করছে ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো – সৌদি আরব’

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করছে ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো – সৌদি আরব’

Manual3 Ad Code

সৌদিআরব : সৌদি আরবের জেদ্দায় আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশনস এন্ড কনফারেন্সেস কর্তৃক আয়োজিত আসন্ন ‘ওয়ার্ল্ড ট্রেড এক্সপো – সৌদি আরব’ মেলা আয়োজন উপলক্ষ্যে আজ ২৩ নভেম্বর ২০২৫ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Manual4 Ad Code

এ বছরের এক্সপোতে বাংলাদেশ থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার তত্ত্বাবধানে ১১টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

Manual8 Ad Code

কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা জানান, অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন বিভিন্ন পণ্য প্রদর্শন করবে। এর মধ্যে রয়েছে—তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ডাইভার্সিফাইড পাটপণ্য, হস্তশিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য, গৃহস্থালি সামগ্রী এবং গৃহসজ্জার উপকরণসহ নানাবিধ রপ্তানি-সম্ভাবনাময় উপকরণ।

Manual2 Ad Code

এগুলো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

কনসাল জেনারেল জনাব মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, দর্শনার্থীরা বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের বিনিয়োগ সুযোগ, বাণিজ্য সম্ভাবনা এবং ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন দিগন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এ উদ্যোগ বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

মেলাটি আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর প্রতিদিন বিকেল ৪:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত জেদ্দা আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার পক্ষ থেকে সৌদি ব্যবসায়ী/আমদানিকারক/বিনিয়োগকারী, প্রবাসী ব্যবসায়ীসহ সকলকে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code