১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত 

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশ কনস্যুলেট জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত 

N4026_soft

Manual3 Ad Code
সৌদিআরব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জেদ্দায় বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় কনস্যুলেট কর্মকর্তারা ও জেদ্দাস্থ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এরপর কনস্যুলেট প্রাঙ্গনে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল। শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনও।
বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন কনস্যুলেটের কার্যালয়ের প্রধান কনসাল মেহেবুব জামান। আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। আলোচনা শেষে  মহান মুক্তিযোদ্ধে শহীদ, আহত মুক্তিযুদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানের নিহত ও আহত সহ দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সৌদি আরবে বসবাসরত নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। প্রবাসে বসবাসরত অভিবাসীদের সৌদিআরবের আইন শৃঙ্খলার মেনে চলার আহ্বান জানান তিনি। এইছাড়াও আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের প্রথম বারের মত পোস্টাল ব্যালটের ভোট প্রদানের সাধারণের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের দ্বিতীয়ত পর্বে বিকেলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code