১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচে বাফুফের আয় ৪ কোটির বেশি

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ
এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচে বাফুফের আয় ৪ কোটির বেশি

Manual5 Ad Code

স্বপ্না শিমু ,স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

সারা বছর যাই হোক না কেন, বছরের শেষ ম্যাচটা তো অন্তত জয় দিয়ে রাঙানো গেছে। গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সেটিই ছিল জামাল-হামজাদের বছরের শেষ ম্যাচ।

Manual8 Ad Code

এর আগে ঘরের মাঠে হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে হাভিয়ের কাবরেরার দল। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এই তিন ম্যাচ থেকে বেশ মোটা অঙ্কের অর্থ আয় করেছে বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ থেকে ৪ কোটি টাকারও বেশি আয় করেছে বাফুফে।

Manual2 Ad Code

এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয় ৪ কোটি টাকারও বেশি। তবে এর মধ্যে বাফুফের সবচেয়ে বেশি আয় হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে। গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে বাফুফে আয় করেছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

গত ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচটা ছিল উত্তেজনায় ভরপুর। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। যদিও পরের ম্যাচে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছিল হামজা-শমিতরা। ম্যাচটা হারলেও আয়ের দিক থেকে কমতি ছিল না বাফুফের।

হংকংয়ের বিপক্ষে সে ম্যাচ থেকে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আয় হয়েছে ১ কোটি ২ লাখ টাকা। তার আগে সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে হেরেছিল বাংলাদেশ।

সে ম্যাচেও শেষের দিকে গোল হজম করে পয়েন্ট খোয়াতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচটা তারা হেরেছিল ২-১ গোলের ব্যবধানে। সে ম্যাচ থেকে বাফুফের আয় ১ কোটি ১৫ লাখ টাকা। এই তিন ম্যাচ থেকে বাফুফের মোট আয় ৪ কোটি ৫ লাখ টাকা। হামজা-শমিতরা আসায় দেশের ফুটবলে নতুন করে তৈরি হয়েছে জোয়ার।

সেইসঙ্গে জাতীয় দলে যুক্ত হয়েছেন জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলাম, কিউবা মিচেলের মতো ফুটবলাররা। যে কারণে দেশের ফুটবলে ফিরেছে প্রাণ।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code