স্বপ্না শিমু, স্টাফ রিপোর্টার
উত্তেজনা আর রোমাঞ্চে ঠাসা ম্যাচে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসভিত্তিক ক্লাব আতলেটিকো চার্লোনকে রুখে দিয়েছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার।
সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে লাতিন-বাংলা সুপার কাপের এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। আর্জেন্টিনার ক্লাব আতলেটিকো চার্লোনের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে বাংলাদেশের দল রেড গ্রিন ফিউচার স্টার।
ছবি: সংগৃহীত আর্জেন্টিনার ক্লাব আতলেটিকো চার্লোনের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে বাংলাদেশের দল রেড গ্রিন ফিউচার স্টার। গোল-হাতাহাতি-লাল কার্ড— একটা ম্যাচে উত্তেজনা আর রোমাঞ্চ ছড়াতে আর কি-ই বা লাগে!
লাতিন-বাংলা সুপার কাপে আর্জেন্টিনার দল ও বাংলাদেশের দলের মধ্যকার ম্যাচটিতে ছিল এর সবকিছুই। শুরুতে স্বাগতিকরা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি। পরে ঘুরে দাঁড়িয়ে ড্র করে মাঠ ছাড়ে অতিথিরা।
অনূর্ধ্ব-২০ দলের এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে ব্রাজিলের তৃতীয় স্তরের দল সাও বার্নার্দোর বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশের দল রেড গ্রিন ফিউচার স্টার। সেই হারের হতাশা সামলে আজ দারুণ শুরু পায় রেড গ্রিন ফিউচার স্টার। চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে দারুণ শটে দলকে এগিয়ে নেন মাসুদ।
২১তম মিনিটে বাম দিক দিয়ে সতীর্থের থ্রু পাস ধরে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠেন মোহাম্মদ মানিক। প্রতিপক্ষের ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে নিখুঁত শটে গোলরক্ষকের পাশ দিয়ে জাল খুঁজে নেন তিনি। ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মানিক যখন উদযাপনে ব্যস্ত, তখনই অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
দ্বিতীয়ার্ধের শুরুতে সামিয়েন্তোর দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে চার্লোন। ডান দিক থেকে এই ফরোয়ার্ডের শট তার এক সতীর্থের পায়ের ফাঁক দিয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। ৭৬তম মিনিটে হাতাহাতিতে জড়ান দুই দলের খেলোয়াড়রা।
ওই ঘটনায় চার্লোনের দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস এবং বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এরপর পুনরায় খেলা শুরু হলে রেড গ্রিন চেপে ধরে প্রতিপক্ষকে। একের পর আক্রমণ করলেও গোলের দেখা পায়নি তারা।
৮৭তম মিনিটে মাসুদের দূরপাল্লার ফ্রি কিক বাতাসে ভেসে প্রায় পোস্টেই ঢুকে যাচ্ছিল, কিন্তু অনেকটা লাফিয়ে ওঠা গোলকিপারের গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে বল চলে যায় বাইরে। এরপর আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
Sharing is caring!