১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়া এক প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ০৬:১২ অপরাহ্ণ
দিনাজপুরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়া এক প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Manual6 Ad Code

দিনাজপুরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়া এক প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার

রোচক অফার দিয়ে দিনাজপুরে শত শত সাধারণ ও অসহায় মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়া সাকসেস ভিশন,ডিষ্ট্রিবিউশন হাউস নামে এক ভূয়া প্রতিষ্ঠানের পরিচালক মোঃরাকাত আলী ওরফে প্রিন্স ওরফে পলাশসহ তার প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
বুধবার(১৯ নভেম্বর)সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন সাকসেস ভিশন ডিস্ট্রিবিউশন হাউস এর পরিচালক মোঃ রাকাত আলী ওরফে প্রিন্স গত ১বছর আগে দিনাজপুরে এসে চারুবাবুর মোড় ডাচ বাংলা ব্যাংকের তৃতীয় তলায় কার্যক্রম শুরু করে।প্রথমে বিভিন্ন পণ্যের উপর লোভনীয় অফার দিয়ে গ্রাহক সংগ্রহ করে।৩হাজার টাকায় সদস্য হলে ৫লিটার সয়াবিন তেল ও প্রতিমাসে ১হাজার টাকা করে লভ্যাংশ প্রদানের লোভ দেখিয়ে সদস্য সংগ্রহ করে।এভাবে দিনের পর দিন লোভনীয় অফার ৩হাজারে ৩হাজার ১৫লিটার তেল ১লাখে মাসে ৩৫হাজার,৫লাখে মাসে ১লাখ ৭৫হাজার এরকম অসংখ্য মুখরোচক অফার দিয়ে শত শত গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে গত ১৬নভেম্বর পালিয়ে গেছে।এ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করলেও এখনও মামলা দায়ের হয়নি।দিনাজপুর কোতযালি থানার অফিসার ইন চার্জ ভুক্তভোগীদের আদালতে মামলা করার পরামর্শ দেন।ভুক্তভোগী শাহীনুর বেগম বলেন আমাকে দিনের পর দিন প্রলোভন দেখিয়ে আমারসহ আমার পরিবারের কাছ থেকে ১০লক্ষl টাকা ,ভুক্তভোগী লাবনীর কাছে থেকে ডিলার শিপের নামে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয় ।মিনু নামে এক ভুক্তভোগী বলেন এক বস্তা চালের সাথে এক বস্তা চাল ফ্রি অফার দিয়ে একদিনে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকা।ভুক্তভোগী জকিয়া সুলতানা বলেন আমকে প্রাইভেট প্রোগ্রামের কথা বলে নার্সারির বাচ্চাদের ভর্তি করিয়ে ৪৩হাজার এবং সদস্য ভর্তি করিয়ে ৪৫হাজার ৫শ টাকা হাতিয়ে নেয়।এরকম অসংখ্য ভুক্তভোগী প্রিন্স,মাহাবুব ও মোস্তফা কামাল আপনের খপ্পরে পড়ে নিঃস্ব ও দিশেহারা।স্বামী সংসারের অগোচরে তাদের খপ্পরে পড়ে অসংখ্য নারী আজ ঘড় ছাড়া ও আতঙ্কের মধ্যে দিনাতিপাঁত করছেন।সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ভুক্তভোগীরা ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোছা:রজিয়া বেগম,হুসনে আরা বিউটি,শাহীনুর আরা,মিনু রানী রায়,লাবণ্য রাণী রায়,রিপন আলী সহ প্রমুখ।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code