১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

admin
প্রকাশিত মে ৫, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

Manual4 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা- প্রতিনিধি:

Manual5 Ad Code

ভোলার মনপুরায় আলোচিত ছাত্রদল নেতা রাসেদ হত্যায় মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। এছাড়াও হত্যা মামলাটি পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতার দাবী করা হয় সংবাদ সম্মেলনে।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নিহত রাসেদ এর বাড়ির সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভাই আজাদ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জামাল উদ্দিন পলাশের পরিকল্পনায় মামলার আসামীরা পরিকল্পিতভাবে রাসেদকে হত্যা করে। কিন্তু এখন পর্যন্ত হত্যার পরিকল্পনাকারী জামাল উদ্দিন পলাশসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। এমনকি জামাল উদ্দিন পলাশ টাকার বিনিময় ময়নাতদন্ত রির্পোট পরিবর্তন করবেন বলে আশংকা করছেন তারা।

Manual2 Ad Code

এছাড়াও তিনি অভিযোগ করেন, হত্যার মামলা হওয়ার পর থেকে তাদের পরিবারের সদস্যদের ও মামলার স্বাক্ষীদের বিভিন্নভাবে হয়রানী করছে ও হুমকি দিচ্ছেন আসামী পক্ষের লোকজন। এমনকি হত্যা মামলাটিকে ভিন্নখাতে নিতে তাদের পরিবারের সদস্য ও মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে আসামী পক্ষের লোকজন তিনটি মিথ্যা মামলা দিয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন তিনি।

Manual5 Ad Code

এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিহত ছাত্রদল নেতা রাসেদ এর বাবা আবুল কালাম, মা কহিনুর বেগম, বোন শাহিদা বেগম ও ভাই আজাদ হোসেন হেনস্তার হাত থেকে বাঁচতে ও হত্যার সঠিক বিচার পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা দাবী করেন।

Manual7 Ad Code

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আহসান কবির জানান, মনপুরা ও ঢাকার গুলশানে অভিযান পরিচালনা করে ছাত্রদল নেতা রাসেদ হত্যা মামলায় প্রধান আসামীসহ ৭ আসামীদের গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code