প্রতিবাদ বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার (দিনাজপুর )থেকে:– দিনাজপুর জেলার বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।
আমি ৪ নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আজিমুল ইসলাম স্পষ্টভাবে জানাচ্ছি—আমি কখনোই চেয়ারম্যানের কাছে কোনো অর্থ দাবি করিনি, কিংবা তার গাড়ি (বাইক) আটক করিনি। এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।
চেয়ারম্যান তার ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। বিএনপি’র জনপ্রিয়তা নষ্ট করার হীন উদ্দেশ্যে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।
আমরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অনুরোধ করছি—বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।
Sharing is caring!