৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রামে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

খুবই গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রামের রাউজানে এক বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মোঃ আল আমিন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে উরকিরচর ইউনিয়নের জিয়াবাজার এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোঃ আল আমিন একই থানার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মইশকরম এলাকার করিমুল হুদার ছেলে।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল জানান, খুবেই গোপন সংবাদের ভিত্তিতে জিয়াবাজার এলাকায় একটি দোকান থেকে সন্ত্রাসী আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

Sharing is caring!