৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যৌথ অভিযানে চেলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক।

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
যৌথ অভিযানে চেলাই মদসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক।

বিশেষ প্রতিনিধি।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বাইশাপাড়া গ্রামে সোমবার (২৫আগস্ট) বিকেলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চেলাই মদ উদ্ধারসহ এক দম্পতি মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায় , দীর্ঘদিন যাবৎ ইসলামপুর বাইশাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ বাটুল মিয়া (৪৫) এবং তার স্ত্রী শাহানা আক্তার (৪০) গোপনে চেলাইমদ প্রস্তুত ও সরবরাহ করে আসছিলেন। এবং তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ইতোমধ্যে চারটি মাদক মামলা রয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ জানায়, নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে ৭২ পদাতিক ব্রিগেডের অধীনে পীরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমান, সেনাবাহিনীর একটি দল অভিযানে পাঠানোর নির্দেশ দেন।

তার নেতৃত্বে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম এর নির্দেশে ১৬ সদস্যের সেনা টহল দল এবং ৬ সদস্যের পুলিশ সদস্য-যার মধ্যে ২ জন নারী কনস্টেবলসহ পরিকল্পিত অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেশীয় চেলাইমদ: ১৪২.৫ লিটার, তৈরিকৃত মদের বোতল: ৯টি, মোবাইল ফোন: ৩টি, নগদ অর্থ: ১২০০ টাকা, মদ তৈরির পাউডার: ৭৫০ গ্রাম,প্রচুর পরিমাণ মদ প্রস্তুত করার সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় চেলাই মদ বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উদ্ধারকৃত মদ থানায় জমা দেওয়া হয়েছে। তারা আরও বলেন, এলাকায় মাদক ব্যবসা ও সেবন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

Sharing is caring!