২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব গৃহবধূকে হত্যা

admin
প্রকাশিত মে ৫, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
বাঁশখালীতে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব গৃহবধূকে হত্যা

জসিম তালুকদার, চট্টগ্রাম

চট্টগ্রাম বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা বেড়িবাঁধ এলাকায় কিস্তি ও যৌতুকের টাকা নিয়ে দ্বন্দ্বে রবিবার (৪ মে) রাতে সাকি আক্তার (২৩) নামে এক গৃহবধূকে হত্যা করে স্বামী আজগর হোসাইন পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বড়ঘোনা চৌকি সিকদার বাড়ির আবুল হোসেনের মেয়ে সাকি আক্তারের সঙ্গে আজগর হোসাইনের তিন বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি সন্তান রয়েছে। কিস্তির টাকা এবং যৌতুক দাবি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। তবুও পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Sharing is caring!