৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় কৃষি জমিতে গরু চড়ানোকে কেন্দ্র করে দুই গুরুপের সংঘর্ষ আহত-১

admin
প্রকাশিত মে ৩, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
মনপুরায় কৃষি জমিতে গরু চড়ানোকে কেন্দ্র করে দুই গুরুপের সংঘর্ষ আহত-১

Manual4 Ad Code

ক্রাইম রিপোর্টার- মনপুরা:

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে কৃষি জমিতে গরু বাধা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয় রাকিব নামের এক ব্যাক্তি, আজ ২ মে শুক্রবার আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে,উন্নত চিকিৎসার জন্য ভোলায় নেয়া হয়েছে।

Manual5 Ad Code

পরে নৌ কন্টিজেন্ট মনপুরা ইউনিট, ভোলা বরাবর সু-বিচার পাওয়ার আবেদন করেন ১ম পক্ষ (বাদী) নামঃ ১। মোঃ শরিফ, পিং- মোঃ খোরশেদ আলম, সাং- উত্তর সাকুচিয়া, মাষ্টার হাট-৮৩৬০, ওয়ার্ড নং- ০৩, উপজেলা: মনপুরা, জেলা: ভোলা। ২য় পক্ষ (বিবাদী) আসামী দের নাম: ১। মোঃ রুবেল, পিং- আবু তাহের, ২। আবু তাহের পিতা: রুহুল আমিন মাঝি, সাং- উত্তর সাকুচিয়া, ওয়ার্ড নং- ০৩, মাষ্টার হাট-৮৩৬০, উপজেলা: মনপুরা, জেলা: ভোলা। স্বাক্ষী: ১। মোঃ শরিফ পিং মহাম্মদউল্যাহ ২। রাবেয়া বেগম, স্বামী: নুর নবী, সর্ব সাং- উত্তর সাকুচিয়া, ওয়ার্ড নং- ০৩, মাষ্টারহাট-৮৩৬০, মনপুরা, ভোলা, বিবাদী মোঃ রুবেল আমাদের চাষকৃত কৃষি জমিতে তার নিজের গবাদী গরু বিচরণ করায়।

আমরা বিবাদীর গবাদী গরু চড়ানোর বিষয়ে আপত্তি জানালে বিবাদীর ভাই রাকিব কে (মুগুর) দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে এবং রাকিব মারাত্মকভাবে আহত হয়ে জমিতে লুটিয়ে পড়ে। আমরা তাৎক্ষনিক আমার আহত ভাইকে নিয়ে নিকিৎসার জন্য মনপুরা সদর হাসপাতালে নিয়ে আসি। উক্ত ঘটনাস্থলে উল্লেখিত স্বাক্ষীগণ উপস্থিত ছিলেন। এমতাবস্থায় আমরা কোন উপায় না পেয়ে আপনার নৌ কন্টিনজেন্ট অভিযোগ করেন

Manual8 Ad Code

, যাতে কারে উক্ত বিবাদী আমার ভাইকে আহত করার বিষয়ে আইন সংঙ্খলা বাহিনী ও এলাকার ব্যাক্তিদের কাছে বিচার দাবী করেন আহতের স্বজনরা।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code