নিউজ ডেস্ক, কক্সবাজার
উখিয়ার অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান অরিয়ন হাসপাতাল, কোর্টবাজার এবং হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (HMYSDF)-এর মধ্যে কর্পোরেট সেবা চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় সংগঠনের সক্রিয় ৬৫ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অরিয়ন হাসপাতালের নির্ধারিত বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ সংগঠনের সদস্যদের জন্য ‘হেলথ কার্ড’ প্রদান করেছে। এই কার্ডধারীরা প্যাথলজি সেবায় ৩০%, রেডিওলজি সেবায় ২০%, এবং ইনডোর বিলের উপর ১৫% ছাড়সহ অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অরিয়ন হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফোরকান (ম্যানেজিং ডিরেক্টর), সোলতান আহমেদ (ডিরেক্টর ও সিইও), হেফাজতুর রহমান তুষার (ডিরেক্টর এডমিন), মিজানুর রহমান (মার্কেটিং অফিসার) এবং সিরাজুল কবির বুলবুল (মার্কেটিং অফিসার)।
অন্যদিকে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহাবুব কাউসার, সহ-সভাপতি রায়হান উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, এডমিন আবু সুফিয়ান, ব্লাড সেল সমন্বয়ক আব্দুল করিম, সেলিম উদ্দিন, মোঃ রায়হান, মহিউদ্দিন সেজান, মোহাম্মদ রিদুয়ান ও মোহাম্মদ তুহিন প্রমুখ।
এই চুক্তির মাধ্যমে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্যরা একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের আওতায় আসার সুযোগ পাচ্ছে, যা স্থানীয় যুবসমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।
Sharing is caring!