১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

admin
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ণ

Manual1 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপিরা-ভোলা:

Manual1 Ad Code

মনপুরায় সাপের কামড়ে ইউনুস ব্যাপারী (৬০) নামের এক বৃদ্ধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আশ্চর্যজনকভাবে, পরিবারের সদস্যরা তাকে কামড় দেওয়া সাপটি মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে গেলেও শেষ রক্ষা হয়নি। রবিবার (২৯ জুন) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত ইউনুস ব্যাপারী হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন।নিহতের ছেলে মাওলানা শিহাব উদ্দিন জানান, “রবিবার এশার নামাজ শেষ করে আমার বাবা রাত আনুমানিক ৯টার দিকে ঘরের সামনের মেঝেতে এসে বসেন। এসময় সেখানে থাকা একটি জুতার ভেতর লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়।”তিনি আরও জানান, “ঘটনার আকস্মিকতায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং সাপটি দেখতে পেয়ে দ্রুত মেরে ফেলি। এরপর শনাক্তকরণের সুবিধার জন্য মৃত সাপটিসহ বাবাকে রাত ১০টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”হাসপাতালে ভর্তির পর ইউনুস ব্যাপারীকে অ্যান্টিভেনম দেওয়া হলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, “রোগীকে হাসপাতালে আনার পর দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছিল। কিন্তু ততক্ষণে বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল, যার ফলে তার অবস্থা গুরুতর হয়ে ওঠে। আমাদের সবরকম চেষ্টা সত্ত্বেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।”এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বাড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code