
◻️ জসিম তালুকদার ,চট্টগ্রাম থেকেঃ-
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায়। এ উপলক্ষে তিন দিনের মেলা শুরু হবে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে ৩ দিন।
বলীখেলার মূল পর্বের উদ্বোধন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।
বিজয়ী বলীদের হাতে ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন বলীখেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রামীণফোনের কর্মকর্তারা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব, আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।
Sharing is caring!