২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে চোরাইকৃত সিএনজি উদ্ধার, চুর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৫

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
ছাতকে চোরাইকৃত সিএনজি উদ্ধার, চুর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৫

ফকির হাসান :

ছাতকে পুলিশের সাড়াশি অভিযানে ১টি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার ও চুর চক্রের ৩সদস্যসহ ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার ও চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাহিম, এএসআই ত্বোহা, এএসআই শওকতের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের তাহের আলীর পুত্র সিএনজি চালক আক্তার হোসেন (৩৫), একই গ্রামের জমশেদ আলীর পুত্র রাসেল (৪০) ও এসএমপির এয়ারপোর্ট থানার লাক্কারতুড়া গ্রামের কয়েস মিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক (৩২)কে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হইতে একটি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা রেজি: বিহীন যাহার ইঞ্জিন নম্বর: AZZWGJ93271, চেসিস নম্বর: MD2A27AZOGWJ77637, উদ্ধার করা হয়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

পৃথক অভিযানে এএসআই তোহার নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে উপজেলার সেওতরপাড়া গ্রামের তাহির আলীর পুত্র সাজা প্রাপ্ত আাসামী তেরাব আলী (৩৪)কে গ্রেফতার করেন। এএসআই তোলা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য পৌর এলাকার মন্ডলীভোগ গ্রামে অভিযান চালিয়ে প্রমোদ রঞ্জন সরকার পুত্র সাজা প্রাপ্ত আসামী পংকু রঞ্জন সরকারকে গ্রেফতার করেন।
আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!