১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে চার জনকে গণধোলাই, উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলায় ৩ পুলিশ সদস্য আহত

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ০৫:২৯ অপরাহ্ণ
সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে চার জনকে গণধোলাই, উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলায় ৩ পুলিশ সদস্য আহত

Manual4 Ad Code

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ-

নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে ৪জনকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। এসময় তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। এতে পুলিশের গাড়ী ভাংচুর ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন সিংড়া থানার এএসআই হাসেম, কনস্টেবল কাউসার ও ইমাম।

Manual7 Ad Code

এ ঘটনায় উদয় মিজান ও আদনান নামে সিংড়ার দুই সমন্বয়ককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে সিংড়া উপজেলার উত্তর দমদমা স্লুইচগেট এলাকার একটি বিলে চারজন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা সোহাগ, সালমান শাহ, রায়হান ওরফে রাজু ও আলামিনকে আটক করে গণধোলাই দেয়। এসময় সিংড়া থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিংড়ার সমন্বয়ক আদনানের নেতৃত্বে পুলিশের গাড়ী ও পুলিশের ওপর হামলা চালায়। এতে সিংড়া থানা পুলিশের ৩ সদস্য আহত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী চুরির অভিযোগে আটক ৪ জন এবং আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Manual8 Ad Code

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, এ ঘটনায় রাতেই সেনাবাহিনীর সহায়তায় সিংড়া থানা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উদয় মিজান এবং আদনানকে আটক করে। ভবিষ্যতে কখনও এরকম কাজ করবে না মর্মে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে চুরির অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code