১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাইত্রিশ লাখ টাকা ও প্রাইভেট কারসহ এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিদকে আটক করেছে পুলিশ

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ০৬:২৬ অপরাহ্ণ
সাইত্রিশ লাখ টাকা ও প্রাইভেট কারসহ এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিদকে আটক করেছে পুলিশ

Manual5 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু::

গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে
(এলজিইডি)দীর্ঘ ২০ বছর একই কর্মস্থলে থাকা
নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম ছাবিদকে
নাটোরের সিংড়া এলাকায় আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

এসময় তার প্রাইভেটকারে থাকা নগদ ৩৬ লাখ ৯৪
হাজার ৩শ’ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৩ মার্চ)গভীর রাতে নাটোর-বগুড়া
মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের
নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রকৌশলীকে
হাতে নাতে আটক করা হয়।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিংড়া
থানার অফিসার ইনচার্জ আসমাউল হক গণমাধ্যম
কর্মীদের জানান,গাইবান্ধা থেকে রাজশাহী গামী
সাদা রংয়ের ওই প্রাইভেট কারটিকে থামিয়ে আরো-
হীর পরিচয় জানতে চাইলে এলজিইডি গাইবান্ধার
নিবার্হী প্রকৌশলী বলে নিজের পরিচয় দেন।

এতে সন্দেহ হলে প্রাইভেট কার, উদ্ধারকৃত টাকাসহ প্রকৌশলী ছাবিউল ও কার চালককে আটক করে
পুলিশ।এসময় বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন
কর্মকর্তাদের জানানো হয়।

Manual7 Ad Code

পরে উপজেলা প্রশাসন,সেনা ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছে ৩৬ লাখ ৯৪ হাজার ৩শ’ টাকা
উদ্ধার করেন।প্রাইভেটকারটি জব্দসহ প্রকৌশলী ছাবিউলকে আটক করে থানায় নেয়া হয়।

জিজ্ঞাসাবাদে প্রকৌশলী ছাবিউল ইসলাম দাবি
করেন জমি বিক্রয়ের বৈধ টাকা নিয়ে তিনি গাইবান্ধা
থেকে রাজশাহী বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

Manual2 Ad Code

পুরো বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে বলে
জানায় পুলিশ।প্রকৌশলী ছাবিউল রাজশাহী মহা-
নগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।তার জন্মস্থান
বাড়ি সিরাজগঞ্জ এলাকায় বলে জানা যায়।

ছাবিউল ইসলামের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
গাইবান্ধার আকাশে ভাসছে। যেখানেই যান ঘুরে-
ফিরে স্বল্প সময়ের মধ্যে আবারো গাইবান্ধা জেলার
কর্মস্থলে চলে আসেন।তিনি ২০ বছর ধরে প্রায়
একই জেলায় কর্মরত।

Manual2 Ad Code

ফলে একক প্রভাব খাটিয়ে
ঠিকাদারদের জিম্মি ছাড়াও দাপ্তরিক ভাবে যা
ইচ্ছে তাই-ই দুর্নীতি করে অগাধ অর্থসহ বিপুল
সম্পদের পাহাড় গড়েছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code