১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা সাভারে পোশাক নিয়ে নারীদের উত্ত্যক্ত, যুবক আটক

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
ঢাকা সাভারে পোশাক নিয়ে নারীদের উত্ত্যক্ত, যুবক আটক

Manual7 Ad Code

রাজ রোস্তম আলী,স্টাফ রিপোর্টার-ঢাকাঃ- ঢাকা সাভার উপজেলার বিভিন্ন স্থানে এক যুবক নারীবিদ্বেষী নানা কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়েছে।

Manual2 Ad Code

ওই যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান। নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করা এবং কন্টেন্ট ক্রিয়েটের জন্য মো. খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকেল ৪টারদিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা হয়। সেখানে তিনি বিভিন্ন সময় মেয়ে শিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কী ধরণের পোশাক পরা উচিত, সে কথাও বলেছেন।

Manual6 Ad Code

ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। জেইউ ইনসাইডার নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে, এই যুবকের নাম খালিদ মাহমুদ হৃদয় খান। থাকেন সাভারে। রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজের মেয়েদের টিজ করেন, হেনস্তা করেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code