১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্যাতন নীপিড়ন ও ধর্ষণের বিরুদ্ধে পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ণ
নির্যাতন নীপিড়ন ও ধর্ষণের বিরুদ্ধে পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

Manual4 Ad Code

আমিরুল ইসলাম কবির,স্টাফ রিপোর্টারঃ-

Manual3 Ad Code

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নির্যাতন,নীপিড়ন,ধর্ষণ এবং অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

১০ই মার্চ সোমবার সকালে পলাশবাড়ী সরকারি কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ এর পরিচালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,জেলা ছাত্রদলের সদস্য শামিম রেজা,উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার,যুগ্ম আহবায়ক সুহৃদ সরকার,পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির,কলেজ ছাত্রদল নেতা রায়হান সরকার,পলাশবাড়ী মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদক রুপা আক্তার,সিনিয়র সহ সভাপতি রুহানি আক্তার,সাংগঠনিক সম্পাদক মোরসালিন আক্তার মৌ, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ শাখার সিনিয়র সহ সভাপতি তানিয়া আক্তার সহ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

বক্তারা,দেশব্যাপী নারী শিশু নির্যাতন,নীপিড়ন,ধর্ষণ এবং অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানান। এবং নারী শিশু নির্যাতন বন্ধে সারাদেশ ব্যাপী সামাজিকভাবে প্রতিরোধ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code