২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ফরিদপুর জেলা প্রতিনিধি :: “আজ আন্তজার্তিক নারী দিসব”

নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। কোনও কোনও দেশে নারী শ্রমিক দিবস হিসেবেও দিনটি পালিত হয়।

সারা দেশের ন্যায় ফরিদপুরে চরভদ্রাসনে শনিবার উদযাপন হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫। নারী দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কল্যান উন্নয়ন’। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১টায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী। উপজেলা আবাসিক মেডিকেল অফিসার দেবাশিষ কাপুড়িয়া ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার।

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কণ্যার উন্নয়ন”এ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক শিরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, নারী উদ্যোক্তা লক্ষী রানী ও চাঁদনী আক্তার প্রমূখ। বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজে নারী ও পুরুষের সমতা আনয়নের মাধ্যমে নারী সমাজকে শক্তিশালী করার উপর জোর দেন।

Sharing is caring!