১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে জামেয়া নূরিয়া দারুস সুন্নাহ কাড়ইল গাঁও মাদ্রাসার রাস্তা সংস্কারের দাবি

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ০১:৪০ অপরাহ্ণ
ছাতকে জামেয়া নূরিয়া দারুস সুন্নাহ কাড়ইল গাঁও মাদ্রাসার রাস্তা সংস্কারের দাবি

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছাতক- দোয়ারা সড়কের কাড়ইল গাঁও গ্রামের জামেয়া নূরিয়া দারুস সুন্নাহ কাড়ইল গাঁও মাদ্রাসর রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন এলাকার লোকজন।

এ রাস্তা দিয়ে নাইন্দার হাওরে কয়েক হাজার হেক্টর ফসলি জমির ক্ষেতে ফসল রক্ষার জন্য যাতায়াত করে থাকেন কৃষক কৃষাণীরা। গ্রাম বাসীর পাঞ্জেগানা কবর স্থান থাকায় লাশ নিয়ে যাওয়া আসা করতে বর্ষা মৌসুমে চরম দূর্ভোগ পোহাতে হয়।

এছাড়া মাদ্রাসায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কর্দমাক্ত রাস্তা দিয়ে যাওয়া আসা করেন। উল্লেখ্য জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার না করলে সামনের বর্ষা মৌসুমে কোমল মতি শিশু শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কাঁদা মাড়িয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে হবে।

২ হাজার ফুট রাস্তা মাটি ভরাট ও পাকা করনের দাবি জানিয়েছেন গ্রামবাসী।মাদ্রাসার শিক্ষক ও খেলাফত মজলিস নেতা মাওলানা উমায়রুল ইসলাম লস্কর জানান সড়কটি দ্রুত সংস্কার না করলে মাদ্রাসায় শিক্ষার্থীরা আসতে না পেরে ঝরে পড়ে যাওয়ার ফলে শিক্ষার মারাত্মক ক্ষতি হবে। ফলে এলাকায় চুরি ডাকাতি ও মাদকাসক্তের হার বেড়ে যাবে।

ইউপি সদস্য হাজী সাদিক মিয়া জানান দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছি সড়কটি সংস্কারের জন্য।

এ সড়ক দিয়ে কৃষকরা হাওরে যাওয়া আসা করেন, লাশ নিয়ে কবর স্থানে চলাচল ও মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সংস্কার সময়ের দাবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান এ অর্থ বছরে না দিতে পারলেও সামনে টিআর – কাবিখা হতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।

Sharing is caring!