১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, এক গৃহবধূ নিহত

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, এক গৃহবধূ নিহত

Manual1 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিফোটার : চট্টগ্রামের খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, গৃহবধূ নিহত
খাগড়াছড়ি পানছড়ির দুর্গম দুদুকছড়া হাতিমারা এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে এক গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়ভাবে জানা যায়, এলাকায় আঞ্চলিক দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়।

Manual8 Ad Code

স্থানীয়রা জানিয়েছে, সোমবার পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন প্রসিতপন্থী ইউপিডিএফ ও সন্তু লারমাপন্থী জেএসএস-এর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়।

Manual5 Ad Code

সূত্রটি জানিয়েছে, গোলাগুলিতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসি চাকমা নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন।

Manual5 Ad Code

ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, ‘ইউপিডিএফ কর্মীদের লক্ষ্য করে জেএসএস-এর সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। এতে একজন সাধারণ গৃহবধূ মারা গেছে বলে শুনেছি।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন জানান, পানছড়ির সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। নেটওয়ার্ক সংযোগ অত্যন্ত দুর্বল তাছাড়া এলাকাটি দুর্গম হওয়ার কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে পরিবারটির সঙ্গে পুলিশ যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code