২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১জন।

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ণ
পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১জন।

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় (৪৫০) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত জয়ন্ত কুমার রায়ের বাড়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামে। তিনি ধরনি কান্তের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ মার্চ মঙ্গলবার বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Sharing is caring!