১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা মালিক ও শৃরমিকদদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৬:২৭ অপরাহ্ণ
গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা মালিক ও শৃরমিকদদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

Manual3 Ad Code

আমিরুল ইসলাম কবির,স্টাফ রিপোর্টারঃ-

Manual1 Ad Code

ইটভাটা শিল্পের টিকে থাকা ও পরিবেশবান্ধব প্রযুক্তির স্বীকৃতির দাবিতে জেলার পলাশবাড়ী উপজেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত ৩৫-৪০ বছর ধরে দেশের অবকাঠামোগত উন্নয়নে ইটভাটা মালিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকার নির্দেশিত আধুনিক জিগজাগ প্রযুক্তির ইটভাটা স্থাপন করেও মালিকগণ নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন।

Manual3 Ad Code

স্মারকলিপিতে ইটভাটা মালিকরা আরও উল্লেখ করেন,দেশে প্রায় ৫০ লক্ষ শ্রমিক এই খাতের সঙ্গে যুক্ত, যা সরাসরি প্রায় ২ কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহের সঙ্গে সম্পর্কিত। ইটভাটা বন্ধ হলে এই বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে এবং ব্যাংকগুলো প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণ আদায় করতে পারবে না।

স্মরক লিপি প্রদান শেষে বক্তব্য রাখেন,মালিক সমিতির সাধারন সম্পাদক মো. আনিছুর রহমান আনিছ,সাংগঠনিক সম্পাদক রুবেল,ইটভাটা মালিক বদিয়াজ্জামান বদিয়া,সাইদার,
অন্তর,আমিনুল।

অন্যদের মধ্যে ইটভাটা ও শ্রমিকদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি চানমিয়া,সাংবাদিক মতিন মোহাম্মাদ।

বক্তরা বলেন,যদি দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা না হয়, তবে আগামী ১১ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে আবারও স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ঈদের পর ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে ইটভাটা মালিক ও সহস্রাধিক শ্রমিক অংশ গ্রহণ করেন। পরে বিক্ষোভ সমাবেশটি বিভিন্ন শ্লোগান সহ পলাশবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code