২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতক থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
ছাতক থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলার ছাতক থানার পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন জামালগঞ্জ থানাধীন তেইল্লা (লামাপাড়া) গ্রামের গুলবাহার (৩৫) এবং দোয়ারাবাজার থানাধীন দ্বীনেরটুক গ্রামের রাসেদ আলী (১৯)।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ছাতক থানা পুলিশের একটি টিম ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার পাথারিটিলা সংলগ্ন কাঁচা রাস্তা থেকে গুলবাহার ও রাসেদ আলীকে গ্রেফতার করে।

 

এ সময় তাদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটো গাড়ি তল্লাশি করে ২০ বোতল AC BLACK, ২০ বোতল Ice Vodka ও ৪০ বোতল Officer’s Choice ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অটো গাড়িটিও জব্দ করা হয়েছে।

ছাতক থানার এসআই সিকান্দর আলী, এএসআই মোহাম্মদ তোলা মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!