
নিজস্ব প্রতিনিধি : সিলেটের এক প্রবাসী নারীর অশ্লীল ও বিকৃত ছবি তৈরি করে মর্যাদাহানির ভয় দেখিয়ে টাকা দাবি করা মিন্টু দেবনাথ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে আটক করে সিলেটের এয়ারপোর্ট থানায় নিয়ে আসেন। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাজিতপুর গ্রামের মহেশ দেবনাথের ছেলে।
বর্তমানে সে মৌলভীবাজার সদর উপজেলার সেন্ট্রাল রোড এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। সোমবার তথ্য প্রযুক্তি ব্যবহার করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ব্যবহৃত মোবাইলফোনসহ তাকে আটক করা হয়।
এসএমপি পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলমের নেতৃত্বে এসএমপির সাইবার ইউনিটের একটি চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেট এয়ারপোর্ট এসএপপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীরমহল্লা এলাকার জনৈক এক বাসিন্দার দুই কন্যা তাদের স্বামী ও সন্তান নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।
সম্প্রতি প্রবাসে থাকা এক নারীর ছবি এডিট করে অশ্লীল ও কুরুচিরপূর্ন ছবি তৈরী করে অপরিচিত মোবাইল নাম্বার থেকে ওই নারী ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনের হোয়াটস্ অ্যাপে পাঠায়। একই সাথে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাটিয়ে সামাজিক ও ব্যক্তি মর্যাদাহানি করার ভয় দেখিয়ে টাকা দাবি করে আসছিল।
বিষয়টি ওই নারীর বাবা এসএমপি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেই মোবাইলফোনসহ মিন্টু দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
Sharing is caring!