
ফকির হাসান ::
সিলেট নগরীর রন্দরবাজাস্থ সিটি হার্টের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ নারী-পুরুষকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই ধল আশ্রমের আবু বকর মিয়ার ছেলে মোঃ তুহিম আহমদ (২০), সিলেটের কানাইঘাটের উজানবরাপাইতের মৃত বশির আহমদের ছেলে নিজাম (৫৫) ও মোছাঃ বিলকিছ নাহার পপি(২০)। তবে মোছাঃ বিলকিছ নাহার পপির পরিচয় জানায়নি পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর বন্দরবাজাস্থ হোটেল সিটি হার্টের ৪র্থ তলার ১০২ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Sharing is caring!