২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চলনবিলের গাছে গাছে আগাম আমের মুকুল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ণ
চলনবিলের গাছে গাছে আগাম আমের মুকুল

কাবিল উদ্দিন কাফিঃ সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে বাহারি রঙ্গের আমের মুকুল।

চলনবিল বিধৌত নাটোরের সিংড়ায় সময়ের আগেই শোভা ছরাচ্ছে আগাম আমের মুকুল মাঘ আর বসন্তের আগমনিতে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় আমের মুকুলের দেখা মিলেছে গাছের শাখায় শাখায়। ফেব্রুয়ারির শেষের দিকে মুকুল আসার কথা থাকলেও এবার সময়ের আগেই আগাম মুকুল ফুটেছে গাছের ডালে গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ।

হরেক রকমের আমের জন্য প্রসিদ্ধ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় বাহারি আমের চাষ করা হয়। এদিকে সিংড়ার চলনবিলজুরে দেখা যায় রকমারি আমের গাছ। আর গাছের ডালে ডালে ফুটেছে আমের মুকুল। মুকুল আসা ও ফল ধরার সময়টা খুবই গুরুত্বপূর্ণ।

কাঙিক্ষত ফলন পেতে এ সময় যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সঠিক ব্যবস্থাপনার অভাবে আমের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। আম গাছে সঠিক সময়ে ও সঠিক মাত্রায় সার, সেচ, পোকামাকড়, ছত্রাক- রোগবালাই ব্যবস্থাপনার মাধ্যমে আমের ফুল ও গুটি ঝরা রোধ করা যায় যেনে গাছ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে বাগানমালিকেরা

Sharing is caring!