১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্ব ইজতেমায় ২ কিলোমিটারে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:০৫ অপরাহ্ণ
বিশ্ব ইজতেমায় ২ কিলোমিটারে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

Manual3 Ad Code

বিশ্ব ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

Manual7 Ad Code

রোববার রাতে জিএমপি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা দেয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান রয়েছে। বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়। মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকার ২ (দুই) কিলোমিটারের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি)অনুমতি ব্যতিত ২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, রোববার আখেরী মোনাজাত চলাকালে ড্রোন আতঙ্কে হুড়োহুড়ি করে শতাধিক মুসল্লি আহত হয়। তাদের মধ্যে ৪২ জনকে টঙ্গী সরকারী হাসপাতাল চিকিৎসা দেয়া হয়।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code