৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী পৌরসভায় ব্র্যাক ইউডিপি প্রকল্পের আওতায় ড্রেনসহ রাস্তা ও কমিউনিটি টয়লেট উদ্বোধন

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:১৭ অপরাহ্ণ
পটুয়াখালী পৌরসভায় ব্র্যাক ইউডিপি প্রকল্পের আওতায় ড্রেনসহ রাস্তা ও কমিউনিটি টয়লেট উদ্বোধন

Manual6 Ad Code

টি আই অশ্রু, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

Manual7 Ad Code

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের “বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি টাউনস্ থ্রু লোকালি লিড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ (LLA)” প্রকল্পের আওতায় এবং পটুয়াখালী পৌরসভার সহযোগীতায় ৭ নং ওয়ার্ডের ঋষিবাড়ি কমিউনিটিতে রাস্তাসহ ড্রেন এবং ৫ নং ওয়ার্ডের স্বনির্ভর রোড কমিউনিটিতে রাস্তাসহ ড্রেন এবং কমিউনিটি টয়লেট নির্মান শেষে উদ্ভোধন করা হয়।

উদ্ভোধন করেন পটুয়াখালী পৌরসভার মাননীয় প্রশাসক জনাব জুয়েল রানা (উপসচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা জনাব ভবানী শংকর। প্রজেক্ট ম্যানেজার শেখ মহিবুল্লাহ অতিথিদের স্বাগত জানান।

ঋষি বাড়ি ও স্বনির্ভর রোড কমিউনিটি পটুয়াখালী পৌরসভার অন্যতম ভার্নারেবল কমিউনিটি।

Manual5 Ad Code

ঋষিবাড়ি কমিউনিটতে ড্রেন না থাকায় জলাবদ্ধতার কারণে বছরের বেশিরভাগ সময় পানিতে নিমজ্জিত থাকে। বিশেষ করে বর্ষা এবং ঘূর্ণিঝড় এর সময় এই কমিউনিটির অবস্থা খুবই খারাপ হয়। টানা ১০-১২ দিন পানি জমে থাকে।

Manual7 Ad Code

পৌরসভার প্রশাসক জনাব জুয়েল রানা বলেন “রাস্তাসহ ড্রেন এবং কমিউনিটি টয়লেট হওয়ার ফলে ঋষিবাড়ি ও স্বর্নিভর রোড কমিউনিটির মানুষদের অনেক বছরের কষ্ট লাগব হয়েছে”।

Manual2 Ad Code

কমিউনিটির মানুষদের সাথে কথা বলে তিনি ব্র্যাক এর কাজের প্রশংসা করেন একই সাথে সঠিক রক্ষণাবেক্ষণ এর জন্য কমিউনিটির সবার প্রতি আহবান জানান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code