১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ণ
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

Manual5 Ad Code

মোঃ শহিদুল ইসলাম,শেরপুর থেকেঃ-

Manual7 Ad Code

শেরপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থা কা চালকসহ ৬ জন নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা জোরা পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), গণপদ্দী ইউনিয়নের গজারিয়া গ্রামের শাজাহান আলীর ছেলে কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট মেয়ে মাইসা তাসলিমা মীম (২২) ও চিতলিয়া গ্রামের শোভাশ চন্দ্রের স্ত্রী নিনা রানী (৪০)।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে নারী রয়েছে।

Manual2 Ad Code

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্ত জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ে। দুঘর্টনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code