
জায়েদ আহমেদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জের শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. আব্দুছ ছালামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের, শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এ স্মরণ সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুন্নাহার পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুশান্ত চন্দ্র সরকার, ডা. কয়ছর আহমেদ সোহেল, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সমাজ সেবক মঞ্জুর এলাহী, হাজী আব্দুল বাছিত, আব্দুল হাসান প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. সানাউর হোসেন।
উল্লেখ্য আব্দুছ ছালাম গত ২৭ অক্টোবর সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
Sharing is caring!