১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতক প্রেসক্লাবের সাধারণ সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ণ
ছাতক প্রেসক্লাবের  সাধারণ সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে

ফকির হাসান :: ছাতক প্রেসক্লাবের এক সাধারণ সভা ক্লাব রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু,কার্য নির্বাহী কমিটির সদস্য রাজ উদ্দিন, তমাল পোদ্দার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আজির,অজিত কুমার দাস,জাহাঙ্গীর আলম চৌধুরী,আমীর আলী,সুজন তালুকদার, সেলিম মাহবুব,হাবিবুর রহমান নাসির,হাফিজ সাজ্জাদুর রহমান,জামিল আহমদ প্রমুখ।

সভায় সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজুকে সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি অর্থ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় ও রাজ উদ্দিনকে দফতর সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। সহ প্রচার সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম আজিরকে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রেস ক্লাবের নতুন সদস্য ভুক্তির জন্য ৪ জনের নতুন আবেদন গ্রহণ করা হয়েছে।

Sharing is caring!