১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০৭:১৪ অপরাহ্ণ
ছাতকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

Manual8 Ad Code

জামরুল ইসলাম রেজা,ক্রাইম রিপোর্টারঃ-

ছাতকে ২০২৩-২৪ অর্থ বছরে বোরো উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদনের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে কৃষি বিভাগের উদ্যোগে উফসী বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে (১৯ নভেম্বর ) উপজেলা কৃষি অফিস
থেকে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ সহশ্রাধিক কৃষককে উচ্চ ফলনশীল জাতের বীজ প্রদান করা হয়। একই সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩শ’ কৃষককে সরিষা বীজ প্রদান করা হয়েছে ।

Manual8 Ad Code

উপজেলা কৃষি অফিস চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক দের হাতে এসব বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, শোহেব মাহমুদ, আলা উদ্দিন,বিদ্যুৎ তালুকদার,মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, সরকার কৃষিক্ষেত্রের উন্নয়ন ও কৃষকের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। এজন্যে কৃষি মন্ত্রনালয়ের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান বিষয়ের উপর দেয়া হচ্ছে প্রশিক্ষণ।কৃষিতে আধুনিক সরঞ্জাম ব্যবহার বৃদ্ধিতে ভর্তুকিতে সরবরাহ করা হচ্ছে আধুনিক কৃষি সরঞ্জাম ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code