“হাজার রঙেও
——রাঙাতে পারিনি”
লেখক : শেখ তিতুমীর আকাশ
হাজার রঙেও রাঙাতে পারিনি,
তার মনের রঙের পৃথিবীকে—
কত রাত জেগে রয়েছি একা ঘরে,
কত প্রীতি ছড়িয়েছি দুঃখের মাতাল ঝড়ে,
তবু চেনা মানুষটা অচেনা মনে হয়…
দোষ দেই শুধু নিয়তিকে ।।
তোমার মাঝে মন পেলো আজ পূর্ণতা,
মুছিয়ে দিলে যত না পাওয়ার শুন্যতা—
তবু বুঝে নিলাম সব…
বিবেকের তাগিদে চোরাবালিতে
পারনি নিজেকে বাঁধতে….
কতোটা কষ্টে লুকিয়ে তুমি—
হাঁসি দেখতে চেয়েছ এই মুখে ।।
খেয়ালি ভরা মন তোমার কথায়,
আমার ভিতরে সপ্ন জোগায়—
কখনো আবার আলেয়ার মতো,
অদৃশ্যে প্রিয়জন সে হারায়…
চোখের জলকে কেনো ভাবো
জীবনের শ্রেষ্ট পরাজয়,
জবাব পাইনা তাই ভাবি বসে নিরালায় ।।
সময় : ২৭/০৮/২০২২ইং।
Sharing is caring!