১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

“হাজার রঙেও —রাঙাতে পারিনি”

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪, ০৬:১০ অপরাহ্ণ
“হাজার রঙেও —রাঙাতে পারিনি”

Manual8 Ad Code

“হাজার রঙেও
——রাঙাতে পারিনি”

Manual7 Ad Code

লেখক : শেখ তিতুমীর আকাশ

হাজার রঙেও রাঙাতে পারিনি,
তার মনের রঙের পৃথিবীকে—
কত রাত জেগে রয়েছি একা ঘরে,
কত প্রীতি ছড়িয়েছি দুঃখের মাতাল ঝড়ে,
তবু চেনা মানুষটা অচেনা মনে হয়…
দোষ দেই শুধু নিয়তিকে ।।

Manual5 Ad Code

তোমার মাঝে মন পেলো আজ পূর্ণতা,
মুছিয়ে দিলে যত না পাওয়ার শুন্যতা—
তবু বুঝে নিলাম সব…
বিবেকের তাগিদে চোরাবালিতে
পারনি নিজেকে বাঁধতে….
কতোটা কষ্টে লুকিয়ে তুমি—
হাঁসি দেখতে চেয়েছ এই মুখে ।।

Manual8 Ad Code

খেয়ালি ভরা মন তোমার কথায়,
আমার ভিতরে সপ্ন জোগায়—
কখনো আবার আলেয়ার মতো,
অদৃশ্যে প্রিয়জন সে হারায়…
চোখের জলকে কেনো ভাবো
জীবনের শ্রেষ্ট পরাজয়,
জবাব পাইনা তাই ভাবি বসে নিরালায় ।।

সময় : ২৭/০৮/২০২২ইং।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code