১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বম্ভরপুরে যৌথ অভিযানে ৭২ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার-১

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৪, ০১:৩২ অপরাহ্ণ
বিশ্বম্ভরপুরে যৌথ অভিযানে ৭২ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার-১

Manual3 Ad Code

মিজানুর রহমান মিজান :: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭২ বস্তা ভারতীয় জিরাসহ ১ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার এসআই মোঃ মতিয়ার রহমান ও আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ তরিকুল ইসলামের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

Manual1 Ad Code

গত বুধবার (০৯ অক্টোবর ২০২৪ খ্রি.) দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন কারেন্টের বাজারে অভিযান পরিচালনা করে বিশ্বম্ভরপুর থানার পশ্চিম কাঁছির গাতি গ্রামের আঃ মালেক বাবুলকে (৩২) আটক করা হয়।

Manual1 Ad Code

এ সময় আটককৃত আসামির দোকানের পিছনের গোডাউন তল্লাশি করে ২ হাজার ১৬০ কেজি (৭২ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ ৯৬ হাজার টাকা।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় জিরা আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় জিরা নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code