২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি

রাশিয়াকে ‘যৌক্তিক জবাব’ দেয়ার হুঁশিয়ারি জেলেনস্কির

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৪৬ অপরাহ্ণ
রাশিয়াকে ‘যৌক্তিক জবাব’ দেয়ার হুঁশিয়ারি জেলেনস্কির

Manual2 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইলে ‘যৌক্তিক জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Manual2 Ad Code

এছাড়া, পুতিন বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল, পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Manual7 Ad Code

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল, পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।
দুই দেশের সংঘাত নিয়ে এক মন্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হবে কি না, সে বিষয়ে তার আত্মবিশ্বাস নেই। তার মতে, দনবাস, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আর নিরাপত্তা নিশ্চয়তা– এসব ইস্যুই যুদ্ধবিরতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) কিয়েভের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভালোদিমির জেলেনস্কি। এসময় সবকটি সম্মুখ যুদ্ধের পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার হামলার তীব্রতা বেড়েছে।
একইসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি শান্তি আলোচনায় পুরোপুরি আন্তরিক না হয় আর যুদ্ধ দীর্ঘায়িত করার পথ বেছে নেয়, তাহলে ইউক্রেনও সম্পূর্ণ যৌক্তিকভাবে জবাব দেবে।

Manual4 Ad Code

বৈঠকে পাল্টা হামলা ও ওডেসাসহ বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষার বিষয়ও উঠে আসে।
এরমধ্যেই ইউক্রেনকে ২৭০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়াম জানায়, এই অর্থ যুদ্ধের মধ্যেও অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে কিয়েভ প্রশাসনকে সহায়তা করবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code