চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সৌদিআরব পশ্চিমাঞ্চল এর যুগ্ম আহবায়ক ইনভেস্টর মোহাম্মদ ইকবাল হোসেন এর বাবা চট্টগ্রাম সীতাকুণ্ডের দক্ষিণ ইজিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ল্ড এর ওমর আলী তালুকদার বাড়ির নিভাসী বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন হতে কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, দীর্ঘদিনের সহযোদ্ধা, ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতির সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটি ও সৌদিআরব পশ্চিমাঞ্চল (জাসাস) শুভাকাঙ্খীরা গভীর শোক প্রকাশ করেন্। তার নামাজে জানাযা আজ মঙ্গলবার বিকেল ৪টায় তার নিজবাড়িতে অনুষ্ঠিত হয়।
Sharing is caring!