২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি

মালদ্বীপ আন্তর্জাতিক অভিবাসী দিবসে সন্মাননা সনদ পেলেন সাংবাদিক ওমর ফারুক

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
মালদ্বীপ আন্তর্জাতিক অভিবাসী দিবসে সন্মাননা সনদ পেলেন সাংবাদিক ওমর ফারুক

Manual4 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual2 Ad Code

প্রবাসে সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সন্মাননা সনদ পেয়েছেন সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি মো. ওমর ফারুক খোন্দকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে ওমর ফারুক ছাড়াও সন্মাননা সনদ পেয়েছেন নিউজ টুয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদারসহ মোট ৫ জন।

Manual6 Ad Code

মালদ্বীপের বাংলাদেশ চ্যান্সেরি ভবনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সন্মাননা সনদ তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

এদিন মিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহর সঞ্চালনায় দিবসটির আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা,পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল-মামুন পাঠান, কনস্যুলার সহকারী ময়নাল হোসেন এবং হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

Manual6 Ad Code

আলোচনা সভার একপর্যায়ে প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মালদ্বীপ রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে সম্মাননা স্মারক দেয়া হয়।

তাদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট হুদ ইব্রাহিম এবং ট্রেজারার ইয়াশা শরিফ। আইওএম-এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থাটির প্রতিনিধি উরাইবা আসিফ।

Manual5 Ad Code

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ পোস্টাল ভোট বিডির ভোটার নিবন্ধন বিষয়ক নানা জটিলতার বিষয়ে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি সম্মাননা পাওয়া দুই সাংবাদিককে অভিনন্দন জানান।

তিনি বলেন, এই সম্মাননা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং এটি প্রবাসে কর্মরত সব সাংবাদিকের জন্যই অনুপ্রেরণা ও সম্মানের। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।

তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং মালদ্বীপে আসার ক্ষেত্রে প্রতারণার শিকার প্রবাসীদের সহায়তায় নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন। এ অনুষ্ঠান বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code